দিবস রাতি করি আরতি
দাও না আমায় তব প্রীতি।
শয়ন পেতে আছি মেতে
ঝরে বারি নয়ন প্রাতে।
তোমায় দেখার প্রবল তৃষা প্রাণে
কেন আমায় পাগল করে ডাকো তোমার পানে?
আমি রিক্ত আজ সিক্ত নয়ন লয়ে
নশ্বর এ বিশ্বালয়ে থাকি কেবল ভয়ে।
আঁধার ঘরে আলোর রেখা চলে
বিন্দু থেকে সিন্ধু গড়ি আমার আঁখি জলে।
তব আসার আশায় নিত্য আমার চিত্ত চঞ্চল
আর কত কাল এমনিতর ঝরাই চোখের
জল।
আরতি আমার আমায়তুমি দাও না একবার দর্শণ
টুটে যাবে আছে যত অনন্ত ক্রন্দন।
তব আলোয় চলে আমার তনু,মন,প্রাণ
আপনার মায়া ভুলে সদা গাইরে তব গান।
মধুর তানে আমার প্রাণে তব নামের ওঠে ঝড়
শতরূপে চুপেচুপে কোথাও লুকাও এ বিশ্বচরাচর?
আমার প্রেমের বিশ্ব নিঃস্ব হবে যাও যদি হায় ছেড়ে
ওমন দরদী কোথাও কি আছে এই অবনী পরে?
স্বর্গ থেকে মর্ত্যে এসে হারিয়ে সব শেষে
মর্ত্যের মাতাল উথালপাতাল থাকি পাগল বেশে।
যে স্বর্গের আলোয় চলেছি পথ আমি দিবস রাতি
হারায়েছি সেই আলোর মশাল আঁধারে নাহি তাই বাতি।
ভবের মায়া করিনা হায় করিনা আর আপনার মায়া
মেদিনীর মায়া মিছে সব মিছে এ মাটির কায়া।
যখন আমি মুধব নয়ন
আঁধার ঘরে করব শয়ন।
এসো তখন আমার পাশে
দুখি আমি জনম দুখি পাইনি কিছুই ভালবেসে।


১৩ আগস্ট ২০১৬  ইং