দেহ গাড়ি চলছে রে হরদম
সাধের গাড়ি থেমে যাবে ফুরালে হায় দম।
যে কারিগর বানাইয়াছে এমন সাধের গাড়ি
তাঁর ইশারায় যেতে হবে ভবের মায়া ছাড়ি।
মাটির তৈরি দেহ গাড়ি হাওয়ার উপর চলে
হাওয়ার পাখি যায় রে উরে ধরায় নানান ছলে।
আজব গাড়ি  আজব কারিগর
তারে ছাড়া যায় না চলা সবি অন্ধকার।
কারিগরের কেরামতি বোঝা বড়ই দায়
সবকিছু ভাই চলছে তাই তাঁহার ইশারায়।
আসবে রে যম কেড়ে নিতে দেহগাড়ির দম
তাঁর কাছে নাই কোন বার শনি,রবি,সোম
মাটির ইঞ্জিন বড়ই রঙীন দম ফুরালে শেষ
যেতে হবে সব ছেড়ে যেথায় আপন দেশ।



রচনাকাল : ১৮ আগস্ট ২০১৬
রানীগঞ্জ থেকে আসার পথে মটর সাইকেলে এই কবিতার প্রথম চারটি লাইন লেখা হয়।