দেহ ও প্রাণের অমর সন্ধি
(রনি ই রানী


দেহ ও প্রাণের অমর সন্ধি করিয়াছেন যিনি
অনন্ত অসীম প্রেমময় তিনি আমরা নাহি চিনি।
গাইতে গান দিয়াছেন প্রাণ মোদের দেহ মাঝে
তাঁরে ভুলে চলি   বেতালে নিতি মত্ত মন্দ কাজে।
পলে পলে ডাকেন তিনি মোদের  ভালবেসে
নরাধম মোরা হরদম চলি মাতালেরই বেশে।
সাধ্য কার দিবে আর খুলিয়া শান্তির দ্বার
ভক্তি করি মুক্তি পেতে অরুণ প্রাতে এ দুনিয়ার পার।
কালো চোখে আলো নাহি অনন্ত ক্রন্দন
বাঁধিতে চাই  তোমার, আমার অমর এক বন্ধন।
মসি হাতে আছি বসি রচিবারে তব গান
আজি বুঝি মধুক্ষণে মম মসি পেয়েছে প্রাণ।


রচনাকাল : ১৪ ভাদ্র ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম মাধ্য: বিদ্যা:
দিরাই,সুনামগঞ্জ।
সকাল: ৬: ০০ ঘটিকা।