কাঁদাও মোরে প্রিয় তুমি যত মনে চায়
আকুল আঁখির নীর বুঝি তব তরে ঝরে যায়।
আমার মনে এখন চলছে দারুণ খরা
অনন্ত ক্রন্দন নয়নে বহে হয়না রে তাহা সারা।
আমার করুণ আঁখি করে ছলছল
আর কতই কাঁদাবে মোরে ঝরাবে নোনাজল।
মনের বনে ফোঁটা ফুলগুলি
মধুর আশে  আসেনা হেথা অলি।
নিবিড় নিশিতে ঝিঁ ঝিঁ পোকা ডাকে
মনের আকাশে ওঠেনা শশী কালো মেঘের ফাঁকে।
বিষন্ন বদনে ক্ষণে ক্ষণে ভেসে ওঠে তব বদন খানি
তুমিহীন কাটে ঘুমহীন একাকী রজনী।
বিরহ বেদনায় ভরা সকরুণ লাল আঁখি
বলনা হে ললনা আমি কেমনে আর রাখি?


রচনাকাল : ১৭ ভাদ্র ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম মাধ্যমিক বিদ্যালয়।
দিরাই,সুনামগঞ্জ।
রাত: ৮: ৫৫ ঘটিকা।