কে তুমি খুঁজিছো মানিক রতন অবনী পরে
তব ঘরে জোড়া মানিক নয়ন মেলে দেখ ওরে।
মানিক জোড়া বিশ্বজুড়ে সবার চেয়ে দামি
যাদের তরে নিখিল ভুবন দেখছো এসে তুমি।
মানিক জোড়া জীবন্ত জান্নাত তোমার তরে ভাই
সন্ধান কর দিবস নিশি স্বর্গ পেতে ঠাঁই।
যতন করলে মানিক রতন দেখবে তোমায় নিখিল ভুবন
ভুবন মাঝে স্বর্গ পাবে বদলে যাবে আপনার জীবন।
সবার তরে একজোড়া মানিক রতন আছে
ভুলে যাবি সকল দুঃখ গেলে মানিক রতনের কাছে।


রচনাকাল :৩০ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ
ভান্ডারা,দূর্গাহাটা,গাবতলি, বগুড়া।
সকাল : ৭:৩০ ঘটিকা।