প্রবল পুলকে পলে পলে তব নয়ন পানে চাহি
মনের অজান্তে হৃদয় প্রান্তে মনের বুলবুল উঠিল আজি গাহি।
ওহে মোর ষোড়শী
তুমি মম প্রাণের আরশি।
পরম পরশে মনের হরষে
প্রণয়ে মত্ত হলেম এক নিমিষে।
তব প্রণয়ে ও যে কত সুখ
জুড়ায় বুঝি রোজই আমার পোড়া এই বুক।
চিবুক পানে চাহি তোমার ছোট্ট কালো তিলে
নজরকাড়া রুপে প্রিয় প্রাণটা কেড়ে নিলে।
ঘুমন্ত কুসুম কলি তব জোড়া রক্তিম ঠোঁট
দিল যে মোর কেড়ে নিল দিয়ে প্রাণে প্রণয় চোট।
রাঙা ধুলার পরে পদ্ম চরণ ফেলে যাও হেঁটে যখন
অপলক পলকে তব পানে চেয়ে থাকে সকরুন মম দুটি নয়ন।
তোমার জোড়া ভ্রূ
বলে যেন আয় রে সখা প্রণয় লগন হোক না শুরু।


রচনাকাল :১০ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।