আয় রে আমার ঘুমন্ত, প্রশান্ত, দুরন্ত
আয় রে তোদের করি আহবান।
আয় দলে দলে সতত শান্তির পতাকা তলে
আয় করি অসার অসুর অবসান।
আয় রে আমার অরূণ রাঙা তরুন
আয় অবিধি করি নাশ।
দেখ দেখ অত্যাচারী,সমাজপতি
মানবতা করিছে গ্রাস।
আয় রে দুরন্ত, আয় চঞ্চল
ছেড়ে আয় মায়ের আদুরে অঞ্চল।
আয় আগামীর তরে গড়ে যাই
মায়ার মেদীনীর অমর শৃঙ্খল।



রচনাকাল :২০ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই, সুনামগঞ্জ।