কতকাল পরে
আসিয়া তব দ্বারে।
জুড়াইনু মম বিষন্ন তনু, মন
ওহে সাহিত্য সুধীজন।
করিয়া ক্ষণকাল আলাপন
হেরিয়া পলকে পুলকে ভরিল মন।
ক্ষণকাল যেন অনন্তকালের মায়া দিয়াছে জুড়ে
তাই বুঝি ভাই কত কাজের ছলে আসি ফিরে তব দ্বারে।
আত্মার সাথে আত্মা মিশিয়া
জুড়ায় বুঝি আকুল হিয়া।
সত্যিই ভাই জুড়াইনু মম প্রাণ
ওহে সুধীজন, কেমন ভুলিব তোমাদের দেয়া সন্মান।
আমি ক্ষুদ্র অতি, দীনহীন এক ইনসান
বহুকাল পরে আসিয়া তব দ্বারে পাইলাম মানবতার ফরমান।
মায়ার মেদীনী পরে মানবতার হয়নিকো অবসান
বাসিয়াছো মোরে ভালো কালো চোখ জলে ছলছল দিয়াছে তার প্রমাণ।
তোমাদের তরে বিধির দরবারে দোয়া মাগি দিনরাত
মসি হাতে দিনে রাতে রচিয়া যাও মানবতাবাদ।
ওহে সাহিত্য সুধীজন, উচ্চ কণ্ঠে উচ্চার হোক মানবতা জিন্দাবাদ
আরতি করি আপনাদের প্রতি করুনাময় করুন আর্শীবাদ।


পটভূমি: আজকে আমি রাণীগঞ্জ, জগন্নাথ পুরে আসি। এখানে শ্রদ্ধেয় লেখক আবুল কাশেম আকমল ভাই, কবি আল আমিন ভাই,শ্রদ্ধেয় কবি সাংবাদিক ও কলামিস্ট  মাওলানা আব্দুল তাহিদ আমাকে যে ভালবাসা আর স্নেহ দিয়েছেন তা আমি কোনদিন ভুলতে পারবনা।আমাদের এই মিলনকাল কে স্মরণ রাখতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।



রচনাকাল:২৫আশ্বিন ১৪২৩ বঙাব্দ
রাণীগঞ্জ, জগন্নাথ পুর,সুনামগঞ্জ।
রাত:১২:২৩ ঘটিকা।