সবুজ ঘাসের গালিচায়
পাতিয়া শীতল পাটি।
গুরু শিষ্য করিছে আলাপন
করিছে পার জ্যোৎস্না রাতি।
বহে মলয় হৃদয় উতলায়
এহেন মধুর লগণে।
কে পেয়েছে এমন লগণ
নশ্বর এ নিখিল ভুবনে।
রাতের আকাশ তারায় ভরা
নীল জ্যোৎস্নার কিরণ লাগে।
গুরু শিষ্যের মনে আজি
গোপন কথার জোয়ার জাগে।
কে আসবি আয়রে আজ
গুরুর বাণী নিতে।
বসেছে গুরু আজি
শীতল পাটি পেতে।
তাঁহার কথায় মনের ব্যথা
যায় রে দুরে চলে।
গুরু শিষ্যের মিলন মেলা
আজিকার গগনতলে।
আয় রে তোরা শুনে যা
মারিফতের গোপন কথা।
এমন লগণ গেলে পরে
পাবি না হায় যথাতথা।



রচনাকাল :৫ কার্তিক ১৪২৩ বঙাব্দ
রাত:৯:০০ ঘটিকা।