অঙ্গনার অঙ্গ ঘেরি
কতকাল চালাবি  যৌবন তরী।
একদিন যাবে ফুরিয়ে
অঙ্গনা নয় অনন্ত যৌবনা যাবে সে বুড়িয়ে।
ঐ কাজল আঁখি
দিয়ে ফাঁকি
কাকে ডাকবি আর তোর শয়ানে
ওকি শোভা পাবে ভেবে দেখিস ধেয়ানে?
সতত পূত চিত্ত চঞ্চল কর নিত্য
রাখিস মনে, তুই কি যৌবনের ভৃত্য?
যৌবন বলে মত্ত আছিস নগ্ন নৃত্যে
কী ক্ষুধা মিটাসরে তুই অন্ধকারে দেহ ও চিত্তে।
আনো হে সংবিত ফিরে
থাকিস না আর অঙ্গনার অঙ্গ ঘিরে।
তবে আয় যৌবন মসনদ ছেড়ে
সত্যের ডাকে তেড়েফুঁড়ে।
আয় দেখে যা মানবতার আহাজারি
চেতনা যদি থাকে করবিনা যৌবনের কারবারি।
ঐ চাঁদ বদন ছড়াবে জানি অবাক কিরণ
তনু মাঝে জাগবে জোয়ার লাগবে শিহরণ।
তাই বলে কি সত্য ছেড়ে
নিত্য থাকবি দুরে?


রচনাকাল :১৩ কার্তিক ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই,সুনামগঞ্জ।
বিকাল:২:০০ ঘটিকা।