রচিব লো প্রিয়া তোমারে নিয়া
অমর কবিতা আর গান।
যতই মোরে করনা প্রিয়া
যতনে যাতনা আমায় দান।
নয়নের নীরে লোকের ভীড়ে
তোমারে খুঁজি গো দিন রজনী।
কেমনে ভুলি রাঙা গোধূলী
দিয়েছিলে তুমি মোরে সজনী।
মনের বনে যতনে ফোটা ফুল
তোমারে ডাকে হায়।
তোমারি বিরহে অকালে দেখ
ফুলদল ঝরে যায়।
উঠোন জুড়ে সোনা রংয়ের ধান
পেয়েছিল যেদিন  তোমার পদ্মচরণ।
সব ব্যথা ভুলে নশ্বর নভোতলে
পেয়েছিল হায় সোনালি আভরণ।
কুসুম কাননে এসেছিলে যবে
তুলিতে গো কুসুম।
আমার মনে গোপনে গোপনে
এনেছিলে প্রিয় প্রেমের মৌসুম।
কাননে তোমার আনন দেখিয়া
মায়ায় মজিলাম।
তোমার অজান্তে মনটা আমার তোমায় সঁপেছিলাম।
এখন দেখি চারিধারে তোমার বিচরণ
লাজুক লাজুক দৃষ্টি ডাকে হাসে শুভ্র দশন।
না দেখে পরাণ কেমনে বল বাঁচে
তোমার সাথে বিনি সুতার বাঁধন বাঁধা আছে।
এ বাঁধন ছেড়ে অবনী পরে
যাও যদি কোনকালে
তবে প্রিয় হায় পাবেনা আমায় কোনদিন এ নভোতলে।


রচনাকাল :১১ অঅগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই, সুনামগঞ্জ।
রাত:১১:০০ ঘটিকা।