ঘুমকাতুরে নয়নে মোর
(রনি ই রানী)



ঘুমকাতুরে নয়নে মোর
নীরবে ভাসে বদন তোর।
ডাকে আকুল আঁখি নিশি ভোর
ও প্রিয়  তুমি হলে মোর চিত্ত চোর।
আজন্মকাল লালিত স্বপন
তোমার তরে নয়ন করে রোদন।
কেমনে লুকাই আমার বিরহী লোচন
সহেনা পরাণে তোমার বিরহ প্রহসন।
কহো কথা ভুলে ব্যথা
রচিব লো প্রিয়া প্রণয় গাথা।
ভরা ফাগুনে প্রণয় আগুনে মরি
বিরহে কাঁদে পরাণখাণি ঝরে নয়নে অবারিত বারি।
তব পদ্মলোচন যুগল আর ঐ
পদ্ম কপোল
আমার অভিমানের ভাঙল আগল।
কেবল কাঁদল আমার আকুল আঁখি
বিরহী পরাণ আর কোথায় রাখি?


রচনাকাল :২০ পৌষ ১৪২৩ বঙাব্দ
রাত:৯:৫০ ঘটিকা।
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।