পাথর মেরে আমার এ দেহ নিথর করে দাও
এতে আমি সুখী হবো তুমি যদি সুখ পাও।
তোমার অসার কথার ব্যথার বাণে
মন কাঁদে মোর অভিমানে
তবু্ও যাব তোমার পিছু পিছু
বলবনা হায় তোমায় কিছু।
সয়ে যাব ব্যথা নীরবে নীরবে
রাখিব তোমারে সকল অনুভবে।  
তোমার ব্যথার দান মালা করে পড়ি গলে
গোপন ব্যথা ভুলিতে চাহি নানা কথার ছলে।
যত ব্যথা দাও যত কাঁদাও প্রিয়তম মোরে
তোমারে রাখি যতনে ধরে হৃদয় পিঞ্জরে।
        
রচনাকালঃ ৪ সেপ্টেম্বর ২০ ইং