তুমি যাদের কর্মচারী
তাদের দেখাও বাহাদুরি।
তাদেরই টাকা খেয়ে তোমার
সামনে চলে ভুড়ি।
তোমার দাপটে সবাই
দেয় যে হামাগুড়ি।
মনে হয়না কখনো এমন
কর যে পুকুর চুরি।


ফাইলের উপর ফাইলে জমিয়ে
টেবিল করেছো গুদাম।
একচুল ফাইল নড়েনারে
না পাইলে তার দাম।
মাসের পরে মাসে তোমার
বাড়ছে গো ইনকাম।
যাদের তুমি কর্মচারী
পায়না তারা দাম।


লবণ, তেল, চাল, ডাল
সবখানে ঐ টাকা।
কাদের পকেট ফাঁকা  করে
ঘোরাও ভাগ্যের চাকা।
সব ইতিহাস সাক্ষী বটে
ইতিহাস কথা কয়।
কর্মচারীর কর্ম দোষে
হয়রে পরাজয়।


আঙুল ফুলে কলাগাছ
যদি সত্যি বলি।
আমাকে দেখাবে তুমি
চৌদ্দ শিকের গলি।
আমি ভাবি মানুষ জাতির
নাইরে আর লজ্জা।
মানুষ তুমি আজব সৃষ্টি
ঠিক নাই কলকব্জা।


রচনারকালঃ ২৮/০৪/২০২১ ইং ঢাকা।