ভালোবাসি কবিতা, ভালোবাসি গান
গান, কবিতা মোর জীবনের গান।
এতো সুর,ছন্দ এতো যে আনন্দ
দূরে চলে যায় আছে যত মন্দ।
গান, কবিতায় হোক জীবনের জয় গান।


ঐ দূর সীমানায় তারায় তারায়
মনটা ছুটে যায় গগনপাড়ায়।
এতো যে মিটি মিটি আলো জ্বলে
চুপি চুপি বলো সে যে কী কথা বলে?
বলে যায় হোক শুধু  কবিতা, গান।


পাতালে নেমেছে আঁধার আলো জ্বলে না
এখানে ভালোবেসে বাড়ে বেদনা।
মন্দের ছন্দ বেশি মন্দের আছে স্বাচ্ছন্দ
দেখে দেখে ক্লান্ত মন্দের আনন্দ,
গান, কবিতায় আজ সেই আহবান।


রচনাকাল ঃ  ১৭/১১/২০২১ ইং রংপুর।