বন্ধু আমার গায়ের রঙে,ভীষণ রকম কালো ,
রঙটা যতই কালো হোক, মনটা ভীষণ ভালো।
আদ্যোপান্ত বাঙ্গালীয়ানা, দেখতে লাগে বেশ_
শীত গ্রীষ্মে একি পোশাক,পড়তে হয়না ক্লেশ
শিরের পথে পাঞ্জাবিটা, এক নিমেষেই ঢোকে_
পলকে তেই ধুতি পরে,অবাক লাগায় চোখে ।
জানতে চাইলে ধুতি পরা,চোখটা করে বড়ো;
সব কিছুতেই হেলা ফেলা, এমন ভাবটা ছাড়।
শুভ্র ধুতি শুভ্র পাঞ্জাবি,বাঙালিদেরি পোশাক ;
অন্য বেশের কথায় বলে '-- এখন ওসব থাক ।
বৃটিশ তন্ত্র ছিল যখন, এঁটেছিল অনেক ফন্দি_  
রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে গেল,বৃটিশেরি অনেক নন্দী ।
চাল- চলনে ,কথা বার্তায় ,তোরা নাকি বাঙ্গালী ;
বাঙালিত্বের সামিয়ানা, আমরা সবি গেছি ভুলি।


বাবুল আচার্যী   08/11/2019