আমার খেরোখাতায় গুঞ্জিত সময়ের কিছু প্রতিধ্বনি,
অনল গরল তরলের সংমিশ্রণে কিছু সংলাপ;
তোমার কাছে আর কিছু নয়,পাগলের প্রলাপ ,
সময়ের ঘরে আছে যে অনুভবী তার ডাক আমি শুনি ।


একটা সরল রেখার জীবনে  নিব টা ভোঁতা হয়ে যায়;
গণ্ডি বদ্ধ ঘোড়া ছুটে পালিয়ে হাঁফ ছেড়ে বাঁচে ;
মনের আনন্দে সে তখন খোলা মনে যেন নাচে।
আমি একটা ঢেউ আঁকব কাগজে,সীমাহীন সীমানায়!


রক্ত নেশায় আমি লালায়িত নই, যদিও সংসারী জীব;
মুষ্টিবদ্ধ ফাগে র আড়ালে কত নষ্টামো খেলা ,
জীবের আসল মুখে ভাসে অন্ধকারের মেলা;
আমার শব্দ জাল থাক বন্দী হয়ে, ভাসে জলে পার্থিব ।


বাবুল আচার্যী    20/10/2019