কাল তিমির অন্ধকারে আকাশের গুড়ুম গুড়ুম আর্তনাদে_
হৃদয়ের পিঁজরায় কেঁপে উঠেছিল ।
সে আজ,.. আর মনে নেই ।
সকালে আমার টাবে গন্ধরাজে র গন্ধে মৌ মৌ করছিলো বাতাস  ।
এখন ধূলিমুক্ত আকাশ !
মুক্তাহারে ফুরফুরে মেজাজে মেঘে দের সারি সারি বিন্যাস ;
হারিয়ে যাওয়া ক্লান্তির অবশেষে,
অপলকে চেয়ে আছে হৃদয় নির্ণিমেষে_
শুভ্র অভ্র মেঘমিণার ।
এখন ভয়ের আদ্রতা ও নেই ।
ভোরের আকাশে নীলিমায় ভরে গেছে !
কাল রাতে কি হয়েছিলো এখন আর মনে নেই।
ভয়ের আদ্রতা কোথায় মিশেছে ,..খুঁজে পাইনি ।


এমনি কতো ঝাড়ঝঞ্ঝা হৃদয় পার করে এসেছে ।
তবুও সে মনে রাখেনি ।
কতো বসন্তের আহবানে কৃষ্ণচূড়া ফুলের ফাগ খেলতে দেখেছি ধরণীর সাথে ।
সেদিনের ধরণীর লাল শুভ্র দ্যুতি ময় শাড়ির আঁচল মন কেড়ে নিয়েছিল ।
আজ সে সব গোধূলি বেলার ধূসর পট ছবি ।
সে সব আর মনে নেই  ।
মনের দোসর হৃদয় ও সে সব মালায় পুঁতি গেঁথে  সাজিয়ে রাখেনি ।
তবু কেন হৃদয় এত অসহায় ভালোবাসার করুণ  পরিণামে ?
কোন এককালে বেজেছিল এক ধুন. এক রাগ,
সে সব ভুলতে হৃদয় আজও অপরাগ !
মস্তিষ্কের সরু সরু গলিচায়  নিরন্তর কতো সবুজ বন জেগে ওঠে,
কতো জলতরঙ্গ নেচে নেচে খেলা করে,
কতো সুগন্ধি ফুল ফোটে ।
এসবের কোনকিছু ই হৃদয়কে ভোলাতে পারেনি ।
মন ও হৃদয় আজও মাঝি বিহীন অনন্ত স্রোতে ভেসে চলে যায় ।
ভেসে যায়, ভেসে চলে  যায় অনিশ্চিত গন্তব্য পথে ।


বাবুল আচার্যী  11/04/2022