সেদিনের পড়ন্ত বিকেলে,       রক্ত রাঙা পড়ছে ঢলে,
এসেছিল সখীর সাথে বসন্তের মিলন মেলায়;
মহাকাশে হাসি হাসি,                 তারকারা  রাশিরাশি,
মিটমিট চোখে দেখে ফিরে সে মধুর জলসায় ।
অখিলের গগন তলে,           বেলি ফুটল দলে দলে,
নিয়ে এলো সাথে করে সখী আরো অনেক ফুল;
সৌরভের ফোয়ারায়,              মন- প্রাণ উড়ে যায়-
চোখ দুটো আরসি নজরে,দেখছে কত কর্ণ- দুল ।
কেহ হাসে কেহ বলে,            লোক আসছে দলে দলে,
গৃহকর্তা হেসে হেসে করে অতিথি- আপ্যায়ন ;
গৃহকর্তা র কয়েক জনে ,           মিষ্টি মধুর সম্ভাষণে,
নিয়ে যায় হাথ ধরে,বলে, "করুন, আসন গ্রহণ" ।
একপাশে সজ্জিত কুঞ্জ,         ফুলে ফুলে মধূপুঞ্জ-
ছুটে আসে অলি সব সেই বিবাহ- আসরে ;
রিনি ঝিনি সুরে সুরে,        যারা ছিল লাজে দূরে,
চলে আসে কুঞ্জের কাছে সে মিলন বাসরে ।
সানাই এর সুরে সুরে,         গান চলে ধীরে ধীরে,
কেহ হয় গায়ক কেহ ধরে তাল পায়ে পায়ে ;
এমন সুন্দর তানে,            মন ভাঙে বানে বানে,
বাতাসে ভেসে আসে কামিনীগন্ধার গুঞ্জন।
ওরা কি বলে কি জানি,     সখী দের কানাকানি,
মাঝে মাঝে হাসাহাসি যেন সুগন্ধি- ব্যঞ্জন ;
দেখে এক সখীরে,          ছিল  সে অনতিদূরে __
কায়াকল্পের স্বপ্ন- সুন্দরী এক কামিনী কাঞ্চন ।
মনে এসে ঢেউ লাগে,    মধুর সন্ধ্যায় স্বপ্ন জাগে,
নিয়ে যায় অশরীরী মনকে কোন উপকূলে ;
চোখের পলকে পলক,    গোলকে গোলকে গোলক_
চারিধামে দুই জন খেলে শুধু ঐ গোকুলে ।
তারা চারটি খসে খসে,           পড়ছে ওরা মনে এসে,
আলোর বন্যা বহে যায় হৃদয়ের দুই কুলে ;
হৃদয় ঘাটে আলোকিত           মন নহে আর প্রশমিত
অসংখ্য ফেনিল জলরাশি ওঠে ফুলে ফুলে ।
জনকূলে কোলাহলে,                 মন যায় কোন কূলে_
হীরকের কুয়াশা ঝড়ে সপ্তরঙ্গী মনে অঝরে;
মনে আসে অলীক ভাবনা      নিত্য নতুন কত কল্পনা
মন করে  জল্পনা আল্পনা  হৃদয়ের নীভৃতে ।
একা একা গৃহডোরে ,              বসে বসে শূন্য ঘরে __
ভাঙছে মনের শিকল যত ,পারেনা যে প্রশমিতে।


বাবুল আচার্যী    26/07/2020