জন্মের ক্ষণিক পরে মুঁদিয়া রহিল_
শিশু!দেখিয়া নয়ন, মা যে অবিচল।
মনের প্রত্যয় দুলে,আঁখিপাতে জল;
মাতৃ র  স্বরূপ কহে 'এ যে তাঁর ছল'।
পরিজনে হতভম্ব শোক দূঃখ ভারে;
শান্তনার বাণী হেন খুঁজে নাহি পায় ।
খুলে দ্বার, পদ্ম-দলে মিট মিট জ্বলে ;
শান্তিপুরে বহে বায়ু মনে- প্রাণে তায়।


জীবন নদীর ধার আঁধারের ভারে;
মানসের স্বচ্ছ অম্বু ঘোলা মনে হয়।
কর্মফলে দেয় ধন,সেই দিতে পারে;
কর্মযোগে শত বাধা তবু করো জয়।
যুধিষ্ঠির,যোগী- নিষ্ঠা, রাখ যদি ধরে;
বিম্ব তার পরে কুলে, জীবনে নিশ্চয়।


বাবুল আচার্যী   31/01/2018