বিশ্বাস, তুই তোর পাশ দিয়ে  মাটিতে_
নুইয়ে পড়া ছায়াকে দেখেছিস?
তোর অবয়ব তোর ছায়ার_
সাথে মেলাতে পেরেছিস ?
কি, কিম্ভূত কিমাকার না ?
পাশের ডোবার এক জলহস্তী_
কেমন ভাবে তাকিয়ে আছে !
দ্যাখ না ! দেখতে পাচ্ছিস ?
ঐ জানোয়ারের দিকে নজর যেতে_
তোর নাক ও মুখ কেমন ভেঁচকে গেছে,
আয়নায় একবার দেখেছিস?
তোর কুঁচকে যাওয়া চোখের ভ্রুকুটি_
ছায়ায় প্রতিফলিত হয় না ।
ভাগ্যিস!  তোর মন ও হৃদয়ের তেরছা_
ভ্রুকুটি অন্য কারো চোখে পড়ে না ।
তাই , বিশ্বাসের ছায়াকে বিশ্বাস করতে আমার ভয় করে ।


বাবুল আচার্যী   24/12/2018