মাঝে মাঝে মনে হয়.


ধরণী,
তুমি কোন দিগ্বিলয়ের ইঙ্গিতলীন ইশারায়;
অবয়বে গোলাকায়,
অদৃশ্য সংকেতে জন্মেছিলে ।
কোন সুতীকার সুতীব্র চিৎকারে নয়,
রক্ত-রাঙা গলিচায় উষ্ণ প্রস্রবণে নয় ,
দুটো ঊরু র ভুকম্পনে ক্লান্তির ঘোরে নয় ;
দমকা বাতাসে পালে ঝড় উঠেছে তেমন নয়,
ঝড়ের শেষে কপোল ও কপালের ভাঁজে_  
ঘেমে ওঠা নিটোল জলবিন্দু তে নয়;
ব্যথা বেদনার করাঘাতে ভেঙে যাওয়া নয়,
স্বস্তির প্রশ্বাসে নাভি থেকে ওঠে আসা_
ওঃ থেকে আঃ নয় ;
তুমি এসেছিলে ,
সাক্ষ্য বিহীন সংখ্যা তথ্য হীন লগ্ন কালে ।
অন্তহীন সময়ের পুণ্য ক্ষণের প্রাক্কালে;
মেটো রঙ বরফ উষ্ণ গলা জল চর্মে মেখে ,
সবুজ শেওলার ওপরে বায়ুর প্রলেপ রেখে ।
তবু তুমি জন্ম নিয়েছিলে !


এ এক জাগতিক বিস্ময় ।


বাবুল আচার্যী  25/10/2019