অমানিশা এসেছ যখন তুমি দীপাবলী র পুণ্য রাতে ;
নিয়ে যাও যত মনের কাজল দীপকের আলোর সাথে ।
শরীর ভাঁজে দীপ্ত শিখা জ্বলে তুমি আজ কালী মা;
খুঁজো আজ স্ব-গৃহে মন মন্দিরে শ্যামলীর মহিমা ।
অন্তর গহীনে ঢুঁ মেরে দেখি এলোমেলো সবই ঢাকা;
বাতি নেই ঘরে ঘুঁট ঘুঁটে আঁধার কিছুই যায় না দেখা।
এতকাল ধরে বিস্মৃত হয়ে একটিও দীপ জ্বালাইনি;
আয় করেছি ধনাঢ্য হয়েছি স্বার্থ ছাড়া কিছু ভাবিনি।
যাবে কি করে মনের পরত এত, অজ্ঞতা র নেই সীমা;
ডুবে গেছি ভাই অজ্ঞতা র তলে ফুলে ফেঁপে গরিমা।
অমানিশা তুমি ঘুচাতে রাত, এনেছ সবার দীপাবলী;
চলো জ্বালি মাটির প্রদীপ,শিল্পী কে দিতে দীপাঞ্জলী ।


বাবুল আচার্যী   27/10/2019