( অষ্টক )
দৃষ্টির প্রখরে দেখি সম্পূর্ন বাহার,  
নাই যদি ভাব তবে আঁধার ভুবনে।
বাঁচিবে কেমনে জন ধরার রঙীনে,
তবে কেন কর তারে সতত প্রহার।
সুজন কায়ার মাঝে মনের বিরাজ,
মনের আরতি করো নয়ন প্রদীপে ।
রাবণ অনুজ করে রামের আগাজ,
মন দীপ রাজ্য গড়ে দৃষ্টির প্রক্ষেপে।  


( ষটক )
যখন কুণ্ডলী ছিলে রুধির আগারে,
মায়ের নয়নে ধরা, বড়ো  মনোহরা ।
পট ছবি লোচনে তে মরীচিকা ঘরে,
লাল নীল পীত হরা যৌবনের পারা ।
হীন দৃষ্টি দূর্বা- দলে , মন সরোবরে,
অম্লপূর্ণ বারিপাতে জীবনেরি ঘড়া ।


বাবুল আচার্যী     19/12/2017