অগুনতিবার সমুদ্রে উঠেছে ঢেউ ...
অধরা তল থেকে মনের গভীর খাদ থেকে ,
অজস্র বুলবুলি মনের কথাকলি নিয়ে_
মিশে গেছে নীল জলের আঙিনায় ।
কিছু মুক্ত হাওয়ায়.......
যেখানে প্রাণগুলো অমর অক্ষয় নামে খেলা করে ।
পরাহত অপরা-হত সবি বাস করে একি ঘরে ;
আমিও আজ জীবন্মৃত কিন্তু চক্ষু উন্মীলিত ।
কস্তুরী নাভির ভালবাসার গন্ধে মন কবলিত ,
তাই বাতাসে ভর করে আপূর্তি পরশ পাথর ভাবনা ;
পলক ছুঁয়ে যায় দিবায়,নির্ঘুমে হৃদয় নিদাঘে নিদ্রায় ।
সান্ধ্য সকালে উঠে আসে.... অনিমেষে,
চলে যায় কোথা পাল তুলে ভেসে ভেসে;
ফেলে আসা দিনের পদাঙ্কে র  ইশারায় ।
তোমার ভালোবাসা ধ্রুবতারা হয়ে জ্বলে _
মরীচিকা হয়ে চলে যায়... জীবনের মাঝ দরিয়ায় ।
আমি জ্বলে পুড়ে ছিলাম দগ্ধ , বড়ো অসহায়,
সীমাহীন তাপে হৃদয় বিদীর্ণ, ভিষন কাতরায় ।
তবু ফেলে গিয়েছিলে শত অনুরোধ.. অবরোধ
হয়নি তোমার যাওয়ার সদিচ্ছায় ।
ভালোবাসা যুথী বেলি কামিনী র  গন্ধে_
মোড়ানো আশা- ভরসা ।
আছড়ে পড়ে স্যাঁতসেতে কূলে যতবার ;
হৃদয়ের ক্লেদ ছেড়ে যায়  কূলে ততবার ।
তুমি ছিলে নিকুঞ্জ কুঞ্জ বনের শান্ত নিরিবিলি ছায়ায় ;
জানবে না, ধূলি উড়িয়ে নিয়ে  যায় কি বল্গা হাওয়ায় ।
শুকিয়ে যাওয়া নদীর চরের বালিতে বাঁধা ঘর;
ভেঙে,  ঢলে পড়ে সহজে স্বপনের রাঙা ডোর  ।


ভালোবাসা অভিসারে আসে জীবনান্তে চেতনা হারায়_  
তড়িৎের ঝলকানি র মতো তবু তার রেশ থেকে যায় ।


বাবুল আচার্যী      30/10/2017