Original poem written by John Milton.


কত শীঘ্র সময় চলে যায়,
তাকে বোঝা দূরহ ব্যপার!
সুক্ম চোর পদ- শূন্য চাপে,
করেছে সময় চুরি, সংহার।


সময়ের উদভ্রান্ত তাড়নায়_
ডুবে ছিলাম জীবন উত্থানে,
ফোটেনি একটা ছোট্ট কুঁরি..
পৌরষের বিশ বসন্ত উদ্যানে।


হয়তো সময় এসেছে প্রাক্কালে_
খুব স্বল্পই চিহ্ন এঁকেছে এদেহে,
উচিত ছিল আরো কিছু মুহূর্ত_
কাটানো সুখ স্মৃতি স্বপ্ন জালে।


গতিময় স্বল্প বেশি শীঘ্র ধীরে,
আসতে পারে এ জীবন- পথে;
আমি ধরব তাকে শক্ত করে,
যেতে যেতে সুখ স্বর্গীয় রথে।


মনে হবে তোমার উপহারে,
করেছি কর্ম বিনা অনুতাপে ;
হব না তোমার চক্ষু বিদারক !
থাকব কর্মযোগে শক্তি রূপে।


বাবুল আচার্যী   26/01/2021