যদি সে চায় পালক ঝেড়ে, যেতে উড়ে শান্ত নীড়ে,
যদি সে চায় বসতে গিয়ে, নূতন ডালে অনেক দূরে;
যাক না সে,পেখম তুলে ,
বাঁধন হারা,নিজের ভুলে;
মনের ধাগার শক্ত টানে, আসবে ফিরে নিজের ঘরে ।


বাবুল আচার্যী   29/10/2019