নিশ্বাসের তলে অনুভব করি , আমি আরো এক গভীর নিশ্বাস;
এই দীর্ঘ ভাসমান পথে তার, কি বয়ে এল, কেন এই দীর্ঘশ্বাস?
এ কি উড়ে যাওয়া নীল বিহঙ্গের অঙ্গ- চ্যুত অঙ্গের এক ডানা ,
যে রইবে একাকী অজানা পথের মোড়ে  কারো নেই তা জানা।
আমাকে ফিরিয়ে দিয়ে হতাশ তুমি জানি , আদ্রতায় ভিজে যাও !
ও বাতাস, তুমি সুমনার সুর ধরে, দুলে দুলে,একটিবার গান গাও।
আমি সেই সুর গান হাসি চিনি, সে সব আমার অমোঘ কাহিনী;
অন্তর হতে মধু তুলে নিলে , রাত হলো তোমার রক্তিম যামিনী ।
ও বাতাস বসন্তের ডানায় ভর দিয়ে এসে,দিয়ে গেলে কিসের ইঙ্গিত?
জানিনা এ ইঙ্গিত বিরহের , নাকি বৃষ্টি বিন্দুর আগমনী মিলন সঙ্গীত ।


বাবুল আচার্যী   06/05/2017