নিস্তব্ধ রজনী, দয়িতার গলি, ঘনান্ধকার,
ঢাল তলোয়ার দিয়ে নয়, তবু যুদ্ধ হয় বারংবার ।
দেহে নেই শান্তি, প্রবল রক্তচাপ,
তবু ছায়ামূর্তির ছোবলে নেই কোনো মাফ ।
বারবার হারি, তবু জিতি, করি তারে উদ্ধার ।
দিবালোকে লুপ্ত হয় ছায়াগুলো ।
ছায়া ও প্রতিচ্ছায়া বস্তুত , পশ্চাদ্ভাগের পরদাতেই ধরা পড়ে ।
রাতের ছায়া দিবালোকে দিব্যি কোট প্যান্ট পড়ে জেণ্টলম্যান ।
সমাজের উঁচু দেয়ালে আটকে থাকা,
জীবনটা যাদের শুধুই ফাঁকা ;
সেই ছায়াগুলো উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়ে দয়িতার উপকূলে , রাতের অন্ধকারে বারবার ।
তবু, আমরা সাগরের উপকূলে বেলাভূমিতে বসে, উপভোগ করি ধেয়ে আসা উঁচু ঢেউ গুলোকে ।
কিন্তু, ভুলে যাই আমরা _ _ _
দৃশ্যত চকচকে গগনের সব বস্তুই সূর্য নয় ।
সমুদ্রের ঢেউগুলো সাথে নিয়ে আসে, কত নোংরা আবর্জনা, নরকঙ্কাল, ছেড়ে যায় অহরহ উপকূলে ।
ভেবে দেখো, একবার তোমার প্রযত্নে ।
বোধিসত্ত্বার ডাক যদি না শুনি,
তবে দূর থেকে দৃষ্টির অপরাধ কতটুকু ?
তবু ,আমরা ছেড়ে দেই নিজের ভিত, ও বাসা  _
লুপ্ত করে নিজের সকল সাধ ও আশা ;
নূতন দিগন্ত উন্মোচনের আশায় ।
এ কার ভুল বলতে পারো ?