প্রতি যুগল মেলবন্ধনের অন্তরালে,
শুষ্ক-আদ্র পলকের ব্যবধানে;
তোমায় চাওয়া, না পাওয়ার বেদনাতে _
মান অভিমানের রাগ-রাগিণীতে,
আলাপচরিতার ম্লান - অম্লান মুহূর্তের অবকাশে,
দিনগুলো হারিয়ে কোথায় সমাধি হয়ে যাচ্ছে, কেউ তা জানেনা ।
কাল বৈশাখীর ঝড়ে, উড়ে যাওয়া পাতাগুলোর মতো ।
পশ্চাদ্ভাগে ফিরে তাকালে দৃশ্য হয় ,শুধুই রক্তিমো গোলাকার চিহ্নগুলো ঐ কেলেন্ডারে ।
দুঃখ-বিজড়িত দিনগুলো মানসপটে ভেসে ওঠে, চলচ্চিত্র ছবির মতো;
আবার ম্লান হয়ে মুছে যায়, সময়ের অন্তরালে ।
তোমায় ও ভালোবেসে ছিলাম মন-প্রাণ ভরে ।
ভালোবাসার অর্ঘ্য সাজিয়ে ছিলাম তোমার দ্বারে ।
সন্তরণ শিখি নাই, অগাধ জল দেখে আমি ভয় পাই ।
ভাবলাম, অজানা পথের সন্ধান বুঝি শেষ হলো,
ভেবেছিলাম, অজানা পথের পথিক থেকে, জীবন পথের সাথী হবে তুমি ।
এক অশুভ কালবেলায়, এক অচেনা নাবিককে তোমার ভেলা কূলে ভেড়াতে দেখলাম ।
কালো মেঘেরা আকাশ দখল করে, মনে সংশয় এনে দিল ।
ঘন ঘন বিদ্যুতচমকায়,  শেষে অঝোরে বারিপাত হলো মনের উপকূলে ।
হয়তো বা ভালোবাসার এটাই স্বাভাবিক নিয়ম, চলে আসছে আদিকাল হতে ।
ইতিহাস পড়ে আমরা তাই শিখেছি ও জেনেছি ।
তাই ,সব শেষ আর হলোনা __
না পাওয়ার বেদনা, পাওয়ার বেদনা থেকে অনেক গুণ বেশি, এটাই সত্যি ।
স্মৃতিচারণে ব্যাথা জাগে, মনে পড়ে হারিয়ে যাওয়া দিনগুলো ।
খড়কুটোর মত ভাসতে ভাসতে চলে এলাম বহুদূর _
অবশেষে, স্থান হলো সেই দিনগুলোর কেলেন্ডারে ।