তোমার আত্ম-বিশ্বাস ভেঙে চুরমার,
খোলাচুলে বলেছিলে - ভেসে যাবে তুমি,
ফিরবে না ভেলা কূলে,  এজীবনে আর ।


মায়ের রক্তপুঞ্জে ছিলাম যখন আঁধার গৃহে,
পেয়েছি আলোর শক্তি মায়ের অনুভবে;
জেনেছি আঁধার আলোর ছায়া-অনুরাগী,
এ বিশ্বাস ভাঙে যার, - - সে সত্যতার বৈরাগী ।


দেখেছি আমি ভগ্ন তরীর, প্রতিটি কাষ্ঠের খণ্ড;
পেয়েছে কুল ভেসে ভেসে, করেছে জয় বিশ্বব্রহ্মাণ্ড ।
অগাধ, অটল তার বিশ্বাস,
অন্যরা ভয়ে ফেলে নিঃশ্বাস ।
জয়ের পথ যদিও হয় দুর্গম _
বিশ্বাস ভরে করো তারে অতিক্রম ।
ফিরবে তরী মাঝধার হতে,
সফলতা রবে চেয়ে তোমার আঁখিপাতে ।


বাবুল আচার্যী  07/০01 / ২2016