তোমার চুল - ছেড়া বিচার দেখে অবাক হই,
স্বপ্ন ভাঙার মত কিছুকাল নিঃসাড় হয়ে রই ।
বলেছিলে লজিক্যাল তুমি খুব একটা নও _
নারকেলটা ভেতরে পঁচা - কি করে তবে তুমি কও?
এই তো সেদিন এলো, ধনরাজ দোসর দশ বছর পর ;
যদি ধনরাজ হতে তুমি, ভাগ্যে তুমিই ছিলে আমার বর?
নিত্য চলার পথে দেখা, অজানা পথিক বাঁকের মোড়ে;
লক্ষীছারা ছেলে - কুদৃষ্টি! দেবো চোখ দুটো কানা করে ।
একদিন ছিলে তুমি জ্বরে কাতর - গেলাম রান্না ঘরে - -
যে পাত্রে হাত দিলে - সেটা চিনি নয়, নুন, বলে দিলে ওরে ।
পাঁচ কাপ চা বানাতে, মেপে জল দিলাম উনুনের ' পরে _
আধ কাপ জল বেশি দাও, জল কিছু যাবে উড়ে ।
একদিন বল্লাম , 1882, 21 শে শ্রাবণ _ _
ছিল ঊনবিংশ শতাব্দীর পুণ্যের সন্ধিক্ষণ;
যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিদ্যাসাগরের হয় মিলন ।
ঠাকুর গেছিলেন ভক্তবৃন্দের সাথে বিদ্যাসাগরের বাটীতে _ _
ঈশ্বরচন্দ্রই বা গেলেন না কেনো, ঠাকুরের পল্লীতে?


বাবুল আচার্যী