সন্মুখে হেসে দাঁড়িয়ে তুমি,
আঁখি আমার লয়গো চিনি ।
হাসির-ছন্দে বায়ুর-মন্দে,
শিরা-ধমনী কাঁপে যে রন্ধ্রে ।
মধুর তুমি পশ্চাতে আলো
আলোর চেয়ে তুমিই জেনো,
রূপ, গুণ, হাসি যদি মানো _
লাগছ তুমি বিশেষ ভালো ।
রোদের কথা বলবো কিরে,
লোচনে আমার দৃষ্টি আনে,
সেই নয়নে দেখবো তোরে _
হৃদয় ভাসে, রাখবি জেনে ।


বাবুল আচার্যী  10/01/2016