যাবেই যদি ঠিক করেছো,
কেন আমার ঘুম ভাঙালে?
ঘুমের ঘোরে রেখে আমায়,
একলা ফেলে যেতে চলে ।


গভীর রাতে স্বপন গুলো,
দুলতে থাকে মনটি ধরে ।
ঘুমের ঘোরে স্বপন ঘিরে;
তোমার হাতটি খুঁজে ফিরে ।


কান্না হাসির দোল পূর্ণিমা ,
ফাগুন রাতের মিষ্টি পরশ -
নদীর ঘাটের চোখে বালি,
সবই ছিল মনের হরষ ।
যাবেই যদি ঠিক করেছো,
কেন আমার ঘুম ভাঙালে?


বীণা'র তারে সুরটি বেঁধে,
শুনিয়েছিলে যেসব গান,
তুমি গেলে একটা কোনায় _
পড়ে রইবে বীণা'র তান ।
একলা গৃহে একলা বীণা
তারে আমি চিনবো কি না ?
যাবেই যদি ঠিক করেছো,
কেন আমার ঘুম ভাঙালে?


বাবুল আচার্যী   16/01/2016