খুলেছি দ্বার আজি, খুলেছি হৃদি-দ্বার,
বিজন গৃহ শূণ্য, বদ্ধ ছিল তাই মন-দ্বার ।
রুদ্ধ ছিল যে দ্বার , যার লাগি ওরে _
ঘুরে ফিরে এলো, সে বহুদিন পরে ।
ধুলিমাখা যত ছিলো হৃদয়ের ' পরে _
কুয়াশায় ঢাকা পথ ধীরে ধীরে সরে ।
কেমনে শোনাই তারে, আমি হৃদয়ের ভার?
অকারণে ছিল মেঘ মনের এপার ।
মেঘের দোষ কি বল, কেন আসে ঘিরে?
ধুলিমাখা ভরা মন, তাই উড়ে ফিরে ।
তুমি ত আকাশ ছিলে ,তবু কেন মেঘ ধরে?
জীবনের রঙে ধুলো, তাই মেঘ উড়ে ফিরে ।
জানি ওগো জানি, বুঝবে তুমি ওগো জানি,
নির্মল জলের ধারা, লইবে ওগো তুমি চিনি ।