মানব রূপে জন্ম নিয়ে তোমায় কি দিতে পারি বল ?
বুকের মাঝে হৃৎপিণ্ড , রাঙা চার চেম্বার ..
যা অবিরাম কাঁপে ভূগর্ভের কাঁপুনির মত।
ভূগর্ভস্থ এপিসেন্টার বৃক্ষের শাখার মত ডানা মেলে আছে ।
এর সঠিক মানদণ্ড গ্রহের বিজ্ঞানের এক্তিয়ারে ।
আমার জানা-অজানার পরিসীমা সীমিত।
আমার হৃৎস্পন্দন আমার একমাত্র সম্বল,
যার এপিসেন্টার তোমাকে ঘিরে,
সে কাঁদে, কাঁপে,স্খলন হয় তোমার ছোট্ট নীড়ে ।
মেঘের গর্জনে আমি ভয় পাইনা,
এ কথাটুকু নেই তোমার জানা ।
কাল বৈশাখীর ঝঞ্ঝা ভয় দেখায়,
রবি তপ্ত চোখে আমাকে তাপায়।
আমি সব সইতে পারি  ...
জলন্ধরের মত অসুর কুলে জন্ম নিয়ে
দেবতার আধিপত্য হবার স্বপ্ন দেখি ।
শুধু তোমার জন্য ........
তোমার স্বপন চোখে মেখে আমি বরফের
অলিগলি পথ বেয়ে হিমাদ্রি শিখরে পৌঁছব ।
সেখানে বাতাস বিরল .....
সে সময় তোমার ভালোবাসা আমার সোপান হয়ে দাঁড়াবে।


বাবুল আচার্যী  16/ 02/2016