এমনি করেই দিন যদি যায় চলে , যাক না,
নদীর মাঝারে পালে যদি গতি পায়,পাক না ।
স্মৃতির পরশে মন যদি দোল খায়, খাক না ;
ব্যাথা না পেয়ে মন যদি খুশি থাকে, থাক না ।
দোলা যদি নিজে নিজে দোলে, দুলুক না ।
ফাগুন রঙ নিয়ে আসে যদি , আসুক না ।
মন ছন্দে ছন্দে নৃত্যে নাচে যদি, নাচুক না ।

মধুরিমা চাঁদ মধুকোষে মধু ঢেলে দিয়ে যায় ,
মধুর আবেশে মন দুলে দুলে সাড়া জাগায় ।
এতদূর হতে মিস্টি মধুর আমেজ ছোঁয়ায় !
তাই বলে কি সে সবার ডাকে ধরা দেবে ভাই ?
ঘুমের ঘোরে মন যদি মুচকি হাসে, হাসুক না ।
মধুর ঘুম ভেঙে তার হৃদয়ের মধু কেড়ে নিস না ।


বাবুল আচার্যী  15/03/2016