বাসর ঘরে নেই আলো,তবু রবি সম দুটি মন ,
আঁধার আকাশে মিলনের পথে করে বিচরণ।
যেন তাপে উত্তাপে রাসায়নিক চাপে এক দেহে লীন_
হয়ে দিবার আকাশে জীবনের রঙ-বেরঙের পথে ,
সৌরভের মত আলো বিকিরণে সকলের সাথে,
উচ্চ নিম্ন সবার  মনে সমাজের আঙিনায় যুগল,
মেলবন্ধনে স্বকীয়তার দ্বীপ জ্বালাতে পারে ।
মহাকরণে কত নক্ষত্রের হয় জাগরণ প্রতিক্ষণে,
নাম না জানা তবু দিয়ে যায় আলো জীবনে মরনে ।
কে তুমি এসেছ সব সংশয় দূরে ফেলে  ?
লাজ লজ্জার আভরণ যত দূরে ঠেলে _
জনমের রূপে সজ্জিত হয়ে ছায়া প্রতিচ্ছায়া;
এক করে নিতে এই আঁধার বাসর ঘরে ।


বাবুল আচার্যী ,   23/03/2016