আঁধারে বাসর ঘরে ,কম্পিত হৃদয়, হয়  অশান্ত,
মৃদু মন্দ বাতাসে খসে পড়ে যায় বসনাঞ্চলপ্রান্ত।
সুশোভনা, দেখা দাও তুমি আমার অবয়ব ঘিরে,
যেন সে দেখে দুনয়ন সুখে বারবার ঘুরে ফিরে,
কালো দাগ মুছে নিয়ে চাঁদ টুকু দেখাও তারে ।
প্রেমের সূর্য উদিবে মননে সিন্ধু নদীর পাড়ে ।
সে এসে দাঁড়ায় দ্বারে,  কাঁপে মন বন তরুলতা !
হৃদি- মাঝে জড়ায়ে রব তারে, যেমনে বনলতা ।
মেঘের দুরু দুরু গর্জন হৃদয়ে নিল এসে  ঠাঁই,
বরিষণে ভেসে যাবে দুকুল, নিস্তারে কেহ  নাই ।
আঁধার কালো, ভয়ে শিহরিত হত মোর হিয়া ,
আজ সহচরী হলে , তুমি মোর প্রাণের প্রিয়া।
কামিনীগন্ধা ঘুর ফিরে যাও কামরতি বেশে ,
রূপকের মত মনে প্রাণে সবার,সকল দেশে,
দেখা দাও তুমি আজ, এসো বস,মনে এসে ।
সুধায় ভরিয়ে দাও বাতাসের কনায় মিশে ।
বালিয়াড়ির পাড় ধ্বসে যাবে, একুল ওকূলে_
তবু উচ্ছাসের ঢেউ আছড়ে পড়ে জনকূলে ।
কঙ্কন অঙ্কন করে অজানাতে তার কত প্রতিচ্ছবি,
ছবি বলে,লাজুক স্বরে,রক্তের সিঁদুর পড়িয়ে দিবি ?


বাবুল আচার্যী  24/03/2016