পতাকা,  কালো রঙের অশনি একখণ্ড পতাকা,
মৃত্যুর দূত ঘোরে এই ব্যানারে, মৃত্যুর বিভীষিকা ।
সন্ত্রাসীর বিচরণ  তল্লাটে , প্রতি দেশে ;
প্রাণ যায় আহাঃ , কত নিরীহের প্রতি নিশ্বাসে ।
আতঙ্কের সৌদামিনী সে , আসে অচিরে,
প্রাণ নিয়ে খেলা করে,  মেতে ওঠে ব্যভিচারে ।
পথ-ঘাট,  দালান-দেয়াল , জান-যট সব হলো রাঙা ।
সন্ত্রাসের বহ্নিশিখায় দাহ হলো সব ,
সহে না আর,  আর কত হবে খুন , কত হবে দাঙ্গা ।
বিষাক্ত বারুদের গন্ধ,  আজ কানায় কানায়,
মানবতার গরিমা  যেন ধূলিতে লুটায় ।
শ্বেত মেঘে ,কালো রেখা ,কেড়ে নেয় মাধুরী,
ধর্মের আড়ালে , করো কেন তবু , ছলচাতুরী ।
সুন্দর বন,  নীলাভ গগন, সুন্দর স্বচ্ছ  নীলমণি জল ,
মূল স্রোতে যবে, আসবে ফিরে  ঘরে,  সুধায় ভাসবে মায়ের বক্ষ্যস্থল ।


বাবুল আচার্যী  28/03/2016