ওলো সখী বিশাখা , মুরলী ওরে কে বাজায়,
নিধুবনে কে এলো , চল গিয়ে দেখি, আয় ।
ওই সুর , কেনো সখী ,  বিচলিত করে মন ?
থেমে গেলো পাখীগুলো, কোকিলার কুহু  কূজন।
গরু গুলো  'হাম্বা ডাকা'  মনে হয় ভুলে গেছে ,
ময়ুর-ময়ুরী আনন্দে যেন ,  পেখম খুলেছে ।
সনসন বাতাস , কেনো ধীরে ধীরে বইছে?
ডালপালা পাতাগুলো , হেলেঢুলে ঢুলছে ।
ঐ সুর কর্ণফুলে ,  কেনো  তোলে  এতো ধুন ?
মনে হয় বাঁশী শুনে , করি মনে গুন গুন ।
এলো সখী বল না , মনে কেনো তোলপাড় ?
ঢেউগুলোর উঠা নাবা, মন করে চুরমার ।
বাস আমার আলুথালু,সংবরণ পারিনা,
ক্ষুদায় কাতর তবু , খেতে মন চাহেনা ।
এমনটা কেনো হলো , সখী তুই বলনা ?
বিচক্ষণা তুই সখী , কিছু উপায় করনা ।
বাঁশী শুনে, মনে হয় চিরকালের চেনা জানা,
ভালবাসার  সত্য রূপ , হৃদয়ে তাই এত বেদনা ।


বাবুল আচার্যী 03/03/2016