ওঁ শান্তি মন্ত্রে ডুব দিলে , মন হয় কি শুদ্ধ গঙ্গাজলে,
আমরাগাছি সারি সারি বেড়ে ওঠে মনের কোলে  ।
মনটি ছিল  পাপড়ি মেলে , যখন তুমি জন্মেছিলে,
আগাছায় ভরা ডালি হৃদি-মাঝে কোথায় পেলে ?
মনের মাঝে শৈশব কালে আকাশ ছিল খোলা মেলা  ,
ছোট্ট ফড়িঙ ধরতে গিয়েও ভেসে যেত মনের ভেলা ।
অট্টহাসি বাঁধনহারা বাজত তখন বাঁশির সুরে,
কৃষ্ণ কালা আসত তখন সবার দ্বারে  ঘুরে ফিরে ।
প্রকাশ ছিল হৃদি-দ্বারে , আলো ফেলত মনের মেলায়,
মনের ময়লায় দেহের পচন,শুদ্ধি হবে কোন বেলায় ?


বাবুল আচার্যী:  09/04/2016