আজো সে দাঁড়ায় এসে মনের প্রাঙ্গণে ,
আজো কেন যে মন ঘুরে তার আঙনে?
বিজন গৃহেতে কেহ নেই, মনে বড়ই ফাঁকা ,
শূন্যের পড়ে কিছুই নেই, সব রয়েছে ঢাকা ।
ঝড়ের দাপটে কি করে, ধুলি ধরে রাখে পথ?
কি করে রাখে বেঁধে বাসা, নেই তার হিম্মত ।
রামধনু উঠেছে গগনে,সে তার পুরোনো বাসা ,
কোথায় উদিবে ,তায় আবার ঘুরে ফিরে আসা ।
অলি গুঞ্জন করে যে বাগে,দেখেছ কি ভাই?
অলি সবে মৌচাক বেঁধেছে, এসো দেখো তায় ।
সে গান ছিল যে তোমার, দিয়েছিলে সুর ভরে ;
আমি যে ছিলাম মধুকর, নিয়েছি মধু সুরে ধরে ।
এ নিখিল ধরা মূক , জানে না কে দেয় আলো?
আমার মন নিয়েছে চিনে তাকে ,তুমি জানোই ভালো ।


বাবুল আচার্যী  29/04/2016