সে অনেক দিনের দুঃখবিজড়িত স্মৃতি,
বয়ে গেছে কতকাল, কত পুণ্যতিথি ।
ঝড়ে গেছে কত বট অশোকের শুকনো পাতা;
মনে পড়ে , নীরবে নিভৃতে , সে সব গাঁথা ।
আস্তরণে ভরে গেছে:, ঘন তিমির অন্তরালে ।


তবু ভুলে যাওয়া কি যায়? ভুলতে কি পারি?
স্মৃতিপটে ব্যথা জাগে তবু , ভুলিয়া উঠিতে নারি।


বর্ষামূখর কালিমাখা রাতে যেমনি, ঘন ঘন বিদ্যুতচমকায়,
শেষ হয়েও না হয় শেষ,  তার শেষ আভাটুকু রয়ে   যায় ।


বালকেরা ছোটে,  সবুজের মাঠে , কেউ বা করত খেলা;
আমার সকাল , শুরু হত যেথায় , বন বিটপের মেলা ।
ঘর থেকে আমি ,দশ ক্রোশ দূরে, কাঠ কুড়িয়েছি কত;
পড়াশোনা করে , ভাল ফল পেতাম , আমার ইচ্ছে মত।


শিশির ভেজা দিনে, নগ্ন পায়ে , গুরুর কাছে যেতাম,
কিঙকর বিঁধেছে কত, ক্ষত বিক্ষত ,তবু না হার মানতাম ।
মুক্তির সংগ্রামে ঝড়েছে রক্ত, মরেছে কত নরনারী;
বাঁচার তাগিদে যুদ্ধ করেছি,  আজও আছে তাই এই পথচারী ।


বাবুল আচার্যী   30/04/2016