মায়ের মত এত মধূর সে আমাদের  ভাষা,
জগৎ জুড়ে তারি প্রকাশ ,নিয়ে চলে আশা ।
শুনে ভাই বুক জুড়ে যায়, এমন শ্রতি মুধুর  ।
মাগো তোমার বাংলা ভাষা ,বিদেশ গেছে সুদূর।
চিনির মত মিষ্টি মধুর , এমন তোমার কথা,
তোমার ভাষায় আঘাত পেলে ,মনে লাগে ব্যথা ।
ভারত মাতার মহান দেশে, নানান ভাষার বুলি ,
সব ভাষারি মৌচাক গুলো, মায়ের মনের ঝুলি ।
অনেক জাতি মধুর ভাণ্ডার, চলছে নিয়ে কাঁকে,
সকল নদীর জল মিশেছে ,বঙ্গোপসাগর বাঁকে ।
ফুলের সুবাস পাই যে ওরে, হৃদয় গাহে গান,
মিষ্টি মধুর রসের ভাণ্ডার, রসে ঝরায় প্রাণ ।
বাতাস ভরে শব্দ আসে, শব্দ শোনায় রাগ,
রাগের সাথে মনের মিলন , মনেতে সোহাগ ।
প্রিয়ার কাছে আমি প্রিয় , আমার প্রিয় তুমি,
বাংলা ভাষা আমার প্রিয়, হৃদয়ে মর্মভূমী।
প্রভাত ফেরির গানের কথা, যে আমারে টানে,
রবির আলো ভাষায় মিশে, জীবন রঙে প্রাণে ।
বাকবাকুম পায়রাগুলো কেমন ডাকে ওরে ,
ওদের কাছে মধুর বুলি, কানে বাজে সুরে  ।
বিলেত ফেরত ছেলে আসে, মা বলল ডেকে,
তুই আমাকে মাদার বলিস,বলবে কিরে লোকে?
ভাষার ত্বরে শহীদ হল, তাদের কথা মনে রেখো ,
ভাষা দিবস মনে রেখে, ভাষার প্রেম সবাই শেখো ।


বাবুল আচার্যী  20/05/2016