বৃথায় করেছি আমি অনেক ক্ষয়, অমূল্য সময় ,
সময়ের সাথে কোলাহল বাঁধে ,হৃদয় হয়েছে ক্ষয় ।
দিয়েছিলাম আমি হৃদয় যারে, সে ত' বুঝলো নারে,
পাথরের কাছে কান্না করেছি , সে কি বুঝতে পারে?
এমনি হয় হৃদয়ের সাথে, কাঁদে আড়ালে হাহাকারে ;
দিবসের সূর্য যায় অস্তাচলে, গোধূলি হয় অন্ধকারে ।
গহীন আঁধারে জ্বালো যদি প্রদীপ, আঁচ তুমিই পাবে;
হাত বাড়ালে ই ভরে যাবে ঋণে ,কবে তুমি শোধরাবে ?
জীবনের রঙঘরে কত ছবি থাকে, সবাই কি অর্থ বোঝে ;
শুধু হয় হলচল রঙের বদল , চোখ দুটো কারে খোঁজে ।
ভালবেসে কারে কাঁদ যদি তুমি, তার নেই কোনো যে অর্থ ?
ভালবাস তারে যে কাঁদে তোমার ত্বরে, হবেনা সে ব্যর্থ ।


বাবুল আচার্যী  16/06/2016