যতদূর এ দৃষ্টি ও মন ছুঁয়ে যায় ...
যতদিন এ প্রাণ বাঁচিবে ধরায় ....
নিখিলের আনন্দ পরশ জাগায় !
ততদিন থাকিবে পিতা তুমি ,
আমার আঁখির তারায় পিতা ;
আমার আঁখির তারায় ।


এ সুন্দর জগতের  মাঝে ,
তুমি আছ কোন সাজে পিতা ?
ফুলের সুবাসে কিংবা তারার আলোয়,
প্রেয়সীর হিয়ায় কিংবা মায়ের  চুমোয় ।
সবার মাঝে পাই তোমার ছায়া পিতা ;
সবার মাঝে পাই তোমার ছায়া ।


দিবস রজনী কাটে যে আনন্দে ,
তোমারি দেখানো নীতি ও ছন্দে ।
তোমারি দেখানো তপের পথে ,
হয়েছি ধ্যানমগ্ন চলেছি রথে ।
তোমার চরণ ধুলো শিয়রে রেখেছি ;
দিশারি পেয়েছি. অজানারে চিনেছি ।
পথের কিঙ্কর সব ধুলোয় মিশেছে ;
প্রান্তরের নীলিমা আমায় ডেকেছে ।
সরে গিয়েছে মেঘের গুরু গুরু গর্জন ;
হয়েছে বারিপাত ও আশীর্বাদের বর্ষন ।
মধুরীমা এসেছে জীবনে আমার ;
ভরেছে আলোয় আলো পিতা ,
ভরেছে আলোয় আলো ।


তুমি নেই ভুবনে কি রাখি সঙ্গোপনে ?
কে ডাকিবে  আমায় 'আদরের আলা' ;
বাড়িতে ফিরলে তুমি চুমু খেতে পালা ।
চোখে চোখ রেখে তুমি জাগালে স্বপন !
নিজের ব্যথা ভরা হৃদয় রেখেছ গোপন।
কে দেবে এমন আদর পিতা ?
কে দেবে এমন আদর ।

চলতে চলতে হয়ে যাই তাই আনমনে...
তোমায় খুঁজি আমি কোন ত্রি- ভুবনে ?
বুকের ভেতরে শুধু হাহাকার করে ;
সবই আছে আমার তুমি নেই ঘরে ।
দেয়ালে মাথা কুটি তবু আস না ফিরে ,
তুমি একবার আসবে না ঘুরে পিতা !
তুমি কি আসবে না একবার ফিরে ?


বাবুল আচার্যী  20/06/2016