মহাকাল, তুমি কত শত আদি অনাদির বিবর্তন....
অবলোকন করেছ অনন্তকাল ধরে ,
বিশাল সাগরের মাঝে ছোট ছোট ফেনায়িত ঢেউ,
ক্ষণে ক্ষণে জেগে ওঠে ক্ষণে ক্ষণে মরে ।
ভাঙে গড়ে মন তোমার অন্তরে অন্তরে ।
দোলা দিয়ে যায় , সাড়া জাগায় অকুল পাথারে ।
তোমার গভীর বুকে নিমজ্জিত কত যুগ ;
হাড় কাঁপানো কান্নার রোলে ভেসে গেছে কত মুখ ;
খেলা শুরুর আগেই পরিণতি ডাক দিয়েছে,
কত অজানারে জানা, কত অচেনারে চেনা বাকি রয়ে গেছে ।
মরু যবনিকা যবে উৎখাত হল....
তারিখ হারানো কত সংখ্যাহীন অতীত ভেসে উঠল ।
চোখের পটে ভেসে বেড়ায় কত সৃষ্টি প্রলয়ের ছবি,
দফন হয়েছে মহাজাগরনের অস্ফুট ভাষা ও কবি ।
ক্ষণিকের আলোড়ন !
জাগিয়েছে হাড় কাঁপানো শিহরণ,
ক্ষণিকের ভূধরের বিচ্যুতি ;
ভেঙে চুরমার আধার শিলা ও যত নীতি ।
কাঠামোর উলট পালট ,
সযতনে আবৃত লোহার বেলট ।
চোখের আড়ালে ছিল ঝলমলে হীরা মনি মানিকের বাহার।
ধুলায় গড়াগড়ি খায় , কে বলে কাহার?
শৃঙ্খলার আবদ্ধে যারা ছিল শয়তান ।
বিদায় নিয়েছে চিরতরে, এসে গেছে ফরমান ।
বিদেশের যত ঝাড় বাতি স্বর্ন হীরকের উপহার,
খসে পড়ে ধুলায় মিশেছে , যেন চিত্রনাট্য চিত্রহার ।
চিকন নালার জল ফুলে ফেঁপে উত্তাল
খরস্রোতা নদী আজ সাগরের বেমিশাল ।
কুঁরি কাঁচা গুলো ফুটে নাই ফুল
জীবনের পথ তায় আঁকাবাঁকা ভুল ।
ছোট্ট শিশুটির ডাকা হয়নি পাপা ,
প্রথমা 'পা' এগিয়ে গেছে
দ্বিতীয়া "পা' বিলীন হয়েছে ।
শেষে দুই 'পা' ই হয়েছে নিঃশেষ ।
মহাকাল তাই তুমি অতি বিশেষ ।


বাবুল আচার্যী   25/06/2016