তপ্ত দেহের মনের মাঝে যতই থাকুক যন্ত্রণা,
বিষয় আশয় বিরাগ ভাজন উথলপাতল মন্ত্রণা।
বিনামেঘে বজ্রপাতে যখন পেলাম ভৎসনা ;
ব্যথার জ্বালায় হৃদয় দহে ,দহন জ্বালা নিভবে না  ।
রিক্ত মন সিক্ত হবে , ভরবে জলে বৈঠকখানা,
ভাসব আমি ভাসবে তুমি আপন পরে নেইকো মানা ।
ইটের গাঁথা শক্ত বাঁধা, নেইকো বাঁধন মনের ঘাটে ;
শুষ্ক বালি হাওয়ায় উড়ে দীঘির পারের বালির তটে ।
আঁধার আলো সমান ভালো দুটোই যেমন সরল সত্য ,
মনের বিষে কাটবে কিসে ভালোবাসা আসল পথ্য ।
কেউনা জানুক তিনি জানেন, মধুর ভাসে মিষ্টি কেনো ?
জাতুগৃহের দহন জ্বালা এই ধরতেই পাবে জেনো ।


কালো মেঘের অন্তরালে ঘনায় যখন বর্ষনে ;
ঠাণ্ডা হাওয়া দোলায় যারে চিত্ত থাকে  হর্ষনে ।
তোমার জন্য আমি পাগল তুমি খুঁজে অন্যকে ;
সবার ভালে বিধির লিখন, বল তুমি ধন্য কে?
বিষয় বলে ব্যঙ্গ সুরে যাবে যখন ঐপারেতে ;
আমায় তুমি রাখবে নাতো ফেলে একা এপারেতে ?


বাবুল আচার্যী  04/07/2016