দেব দ্বার খুলে  খুলে দেব মনদ্বার,
     এস এস বস মা, কমলদলনয়নে।
চেয়ে আছি অকাতরে  ফিরে চাহি বারেবারে;
     পুলকে জাগিবে ধরা আঁধার ভুবনে।


সেথা কে বাজায় বাঁশী সুরে সুরে,
      ভেসে চলে যায় সে সুর অতি দূরে দূরে
উদিছে পুরবে রবি, প্রকাশে ফুটিছে ফুল,
       ডালে ডালে কত শিউলি বকুল।
সুগন্ধ ছরায়ে যায় দিগন্তে দিগন্তে;
       আগমনী সুর ভাসে প্রান্তে প্রান্তে ।


গাঁদা বেলি গন্দ্বরাজ আর শতদলে ,
       ভূলে গেলে আমায় ?  সুধায় ,
ধান,দূর্বা,তিল,তুলসী, বিল্বপত্রদলে।
        রচিবে মালা পরাবে গলে
নিও আমায় সবার করকমলে ,
        ভক্তিভরে অশ্রুজলে পূজিব মাগো,
অন্জলী দেব তব চরনতলে।


বাবুল আচার্যী 12/07/2016